Hindustan Times
Bangla

আজই বিগ বস ফাইনাল! দেখে নেওয়া যাক আগের ১৬টি সিজনের বিজেতার তালিকা

বিগ বসের প্রথম সিজন জিতে নিয়েছিলেন রাহুল রায়। রানার আপ হয়েছিলেন ক্যারল গ্রাসিয়াস। রাহুল পান শো জিতে ১ কোটি। 

২০০৭ সালে এমটিভি রোডিজ ও ২০০৮ সালে বিগ বসের দ্বিতীয় সিজন জিতে নেন আশুতোষ কৌশিক। রানার আপ ছিলেন রাজা চৌধুরী। 

বিগ বস সিজন ৩-এর বিজেতা ছিলেন বিন্দু দারা সিং। রানার আপ প্রবেশ রাণা। জিতেছিলেন বিন্দু ১ কোটি। 

কসৌটি জিন্দেগি-র প্রেরণা ওরফে শ্বেতা তিওয়ারি জিতেছিলেন বিগ বস ৪। হারিয়েছিলেন দ্য গ্রেট খালি-কে। এবারেও উপহার-মূল্য ছিল ১ কোটি। 

২০১২ সালে বিগ বসের পঞ্চম সিজন জিতে নেন টিভির আরেক বউ জুহি পারমার। মহেক চাহালকে পরাজিত করে জিতে নেন ১ কোটি। 

টিভির খলনায়িকা কমলিকা ওরফে উর্বশী ঢোলাকিয়া হারান ইমাম সিদ্দিকিকে। এবারের উপহার মূল্য ছিল ৫০ লাখ। 

২০১৩ সালে গওহর খান হারিয়েছিলেন তনিশা মুখোপাধ্যায়কে। বিগ বসের সিজন ৭-এ এই দুই কন্যেই ছিলেন দর্শকদের হট ফেভারিট। কিন্তু বাজি জেতেন গওহরই।

২০১৫ সালে বিগ বসের অষ্টম সিজন জিতে নেন গৌতম গুলাটি। 

এমটিভি রোডিজ, স্প্লিটসভিলা জেতার পর প্রিন্স নারুলা জিতেছিলেন বিগ বসের নবম সিজন। এমনকী, বিগ বস থেকেই সম্পর্কে আসার পর যুবিকা চৌধুরিকে বিয়ে করে ভাগ নেন নচ বলিয়ে-তে। জিতে নেন সিটিও। 

বানি জে-কে হারিয়ে 'কমনম্যান' মনবীর গুর্জার জিতে নেন বিগ বস ১০। 

শিল্পা শিন্ডে জেতেন বিগ বস ১১। হারান তিনি হিনা খানকে। 

২০১৮ সালে ক্রিকেটার  এস শ্রীশান্তকে হারিয়ে বিগ বস ১২ জিতে নেন দীপিকা কাক্কর। 

অন্যতম সফল সিজন ছিল বিগ বস ১৩। ফাইনালে পৌঁছন সিদ্ধার্থ শুক্লা, আসীম রিয়াজ। জিতেছিলেন সিদ্ধার্থই। তবে দুর্ভাগ্যবশত শো জেতার বছর দুয়েকের মধ্যেই মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগ প্রাণ কাড়ে বালিকা বধূ অভিনেতার। 

সিজন ১৪ জিতেছিলেন রুবিনা দিলায়েক। গায়ক রাহুল বৈদ্যকে হারান তিনি। যদিও জিতেছিলেন মাত্র ৩৬ লাখ।

বিগ বস ১৫ জিতেছিলেন তেজস্বী প্রকাশ। হারিয়েছিলেন তিনি প্রতীক সেহজপালকে। 

২০২৩ সালে শিব ঠাকরে-কে হারিয়ে এমসি স্ট্যান জিতে নেন বিগ বসের ১৬ নম্বর সিজনটি।