Hindustan Times
Bangla

আজ মুসৌরিতে ঋষভ পন্তের বোন সাক্ষীর সঙ্গে ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর বিয়ে

ইতিমধ্যেই সেই অনুষ্ঠানে হাজির থাকতে মুসৌরিতে পৌঁছে গেছেন সস্ত্রিক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না

প্রায় ৯ বছর সাক্ষী এবং অঙ্কিতের প্রেম পর্ব চলে

এরপর গত বছর লণ্ডনে ঋষভ পন্তের বোনের সঙ্গে অঙ্কিতের বাগদান হয়

ঋষভের বোনের বিয়ের অনুষ্ঠানে কোন কোন তারকারা উপস্থিত থাকতে চলেছেন?

আইএএনএস-র খবর অনুযায়ী বিরাট কোহলি এবং রোহিত শর্মা উপস্থিত থাকবেন ঋষভের বোনের বিয়েতে

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও সেখানে যেতে পারেন বলে সূত্রের খবর

caco88