Hindustan Times
Bangla

কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন টলিপাড়ার সঙ্গীতশিল্পী দম্পতি জয় সরকার ও লোপামুদ্রা মিত্র।

ভূস্বর্গে ভ্রমণের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লোপামুদ্রা।

ছবিগুলি পোস্ট করে লোপামুদ্রা লেখেন, ‘ভূস্বর্গ, প্রথমদিন, আমার হাত ফোনে তোলা ছবি’।

ছবিতে ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয় বৈকি!

কাশ্মীরে গিয়ে শিকারায় বসে ডাল লেকের সৌন্দর্যে ডুব না দিলে হয়!

শিকারায় চড়ে তাই ডাল লেকে ভ্রমণের সুযোগ হাতছাড়া করেননি জয়-লোপামুদ্রা।

তুষারস্নাত কাশ্মীরের ছবি দিয়ে লোপামুদ্রা লেখেন, ‘দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ!’

কাশ্মীরে গিয়ে কাশ্মীরি কাওয়া-র স্বাদ না নিলে হয়?

কাশ্মীর ভ্যালিতে না গেলে ঘোরাটাই অসম্পূর্ণ থেকে  যায়।

গুলমার্গের কাছে রয়েছে বাবা রেশির মাজার, এটা সেখানকার অন্যতম সুফি মাজার।

প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে ২৩ বছরের বিবাহিত জীবন লোপামুদ্রা-জয়ের।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।

caco88