By Sanket Dhar
Published 31 Jan, 2023
Hindustan Times
Bangla
শরীরের কোন অঙ্গে তিল থাকলে অশুভ? জেনে রাখা ভালো
হিন্দু ধর্মে জ্যোতিষের মতো সমুদ্রশাস্ত্রও খুব গুরুত্বপূর্ণ।
সমুদ্রশাস্ত্রেই বলা হয়েছে তিলের কথা। কোন অঙ্গে থাকা তিল শুভ অশুভ ঠিক করে দেয়।
শরীরের কিছু অঙ্গে তিল থাকা অশুভ। আগে থেকে এই নিয়ে সতর্ক হওয়া ভালো।
কপালে তিল থাকলে জীবনের শুরুতে অনেক সংগ্ৰাম করতে হয়। কঠোর পরিশ্রম করে এগোতে হয় জীবনে।
ডান গালে তিল থাকলে বিবাহিত জীবন সুখের হয়।
ঠোঁটে তিল থাকলে তা বিভ্রান্তির লক্ষণ। এমন ব্যক্তিরা সবসময় বিভ্রান্ত থাকেন।
কাঁধে তিল থাকলে সে ধীর স্থির হয়। জীবনে অনেক বড়ো হয়।
কোমরে তিল রয়েছে এমন ব্যক্তিদের তাদের খরচ করার প্রবণতা বেশি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন