Hindustan Times
Bangla

৫৩ বছরে পা দিলেন মনীষা কৈরালা। 

৯০ এর দশকের অন্যতম সেরা অভিনেত্রী তাঁর রূপ এবং অভিনয় দুই দিয়েই মন জয় করেন ভক্তদের। 

কিন্তু ২০১২ সালে ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে তাঁর। শুরু হয় এক অসম লড়াই। 

টানা তিন বছর লড়াই করার পর ২০১৫ সালে চিকিৎসকরা তাঁকে ক্যানসার মুক্ত ঘোষণা করেন। 

কিন্তু এই লড়াইটা মোটেই সহজ ছিল না। 

অভিনেত্রী বারবার জানিয়েছেন যে তাঁর চিকিৎসার পর তিনি মানুষ হিসেবে একদম বদলে গিয়েছেন। 

মনীষা হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'চিকিৎসার পর সবেতেই আমি আনন্দ পেতাম।' 

'প্রতিটা মুহূর্ত বাঁচতে শুরু করি আমি' জানান মনীষা। 

মনীষার কথায়, 'গায়ে হাওয়া লাগল, ঘাসের উপর হাঁটলেও আমি আনন্দ পাই এখন।'

তবে প্রথমে যখন এই রোগটা ধরা পড়ে তিনি ভেবেছিলেন তাঁর মৃত্যুর সময় এসে গিয়েছে। 

তিনি আর বাঁচবেন না। কিন্তু চিকিৎসা, লড়াই তাঁর সেই ভাবনা বদলে দেয়। 

আজ প্রায় ১০ বছর থেকে ক্যানসার মুক্ত।

তাই অভিনেত্রীর কথায়, 'ক্যানসার মানেই মৃত্যুর পরোয়ানা নয়।' 

আজ মনীষা কৈরালা ভারতের বহু ক্যানসার রোগীর কাছে জ্বলন্ত উদাহরণ, ইন্সপিরেশন।