By Abhisake Koley
Published 3 Aug, 2023
Hindustan Times
Bangla
মনোজের মতোই রাজনীতিতে পসার জমানো কোহলির ৩ সতীর্থ
জাতীয় দলে থাকার সময়ে বেশ কিছুদিন বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেন মনোজ তিওয়ারি।
মনোজ খেলা ছাড়ার আগেই TMC-তে যোগ দেন। তিনি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব হাতে পান।
গৌতম গম্ভীর খেলা ছাড়ার পরে রাজনীতিতে যোগ দেন। ২০১৯ সালে BJP-তে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন গম্ভীর।
কোহলির সঙ্গে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন গম্ভীর। একসঙ্গে জিতেছেন ২০১১-র ওয়ান ডে বিশ্বকাপ।
খেলা ছাড়ার পরে রাজনীতির আঙিনায় পা দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি যোগ দেন AAP-এ।
কোহলির সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়া ভাজ্জি ২০২২ সালে আম আদমি পার্টির টিকিটে রাজ্যসভার সদস্য হন।
কোহলির সঙ্গে দিল্লির জুনিয়র দলের হয়ে ক্রিকেট খেলা তেজস্বী যাদব RJD-র হয়ে রাজনীতির কেরিয়ার শুরু করেন।
২০১৫ ও ২০২২ সালে দু'দফায় বিহারের ডেপুটি চিফ মিনস্টার হন তেজস্বী।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন