ভারতের নাম উজ্জ্বল করেই চলেছেন নীরজ। অলিম্পিক্সে সোনার পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। এবার দেখে নেওয়া যাক কতগুলি আন্তর্জাতিক পদক পেয়েছেন নীরজ।
২০১৬ সাউথ এশিয়ান গেমসে প্রথমবার সোনার পদক পান নীরজ। শুরু হয় তাঁর যাত্রা।
ঠিক পরের বছরই ফের সোনা জেতেন নীরজ। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয়।
২০১৮ সালে কমনওয়েলথ গেমসেও সোনা পান নীরজ।
ঠিক সেই বছরই অর্থাৎ ২০১৮ সালে ফের একবার সোনা জেতেন নীরজ। এবার তিনি জিতলেন এশিয়ান গেমসে।
এবার সেই মুহূর্ত। ২০২০ অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ।
তবে ২০২২ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অল্পের জন্য সোনা হাতছাড়া করেন নীরজ। রুপো পান তিনি।
গত বছর অর্থাৎ ২০২২ সালেও সাফল্য পিছু ছাড়েনি। ডায়মন্ড কাপে সোনা পান নীরজ।
এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া।