By Priyanka Mukherjee
Published 2 Oct, 2024
Hindustan Times
Bangla
তিনি টেলিভিশনের প্রথম মহিষাসুরমর্দিনী, আজ কোথায় আছেন সংযুক্তা? ৩০ বছর পর কেমন দেখতে তাঁকে?
১৯৯৪ সালে মহালয়ার ভোরে দূরদর্শনে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল 'মহিষাসুরমর্দিনী', নাম ভূমিকায় সংযুক্তা বন্দ্যোপাধ্যায়
৩০ বছর পরেও বাঙালির মনে টিভির মহিষাসুরমর্দিনী হিসাবে সংযুক্তার স্থান অক্ষত। মহালয়ার তিনি আজও তিনি ট্রেন্ডিং
আজও এই মুখটা না দেখলে মহালয়া সম্পূর্ণ হয় না বহু বাঙালির কাছে। এই সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এখন টরেন্টো (কানাডা) নিবাসী
কলেজের প্রথমবর্ষে পড়ার সময় দূরদর্শনের দুর্গা হয়েছিলেন সংযুক্তা,হবিষ্যি খেয়ে করতেন শ্যুটিং! নাচে পারদর্শী সংযুক্তার কাছে এটা সাধনার চেয়ে কম ছিল না
ক্ল্যাসিক্য়াল নৃত্যে পারদর্শিনী সংযুক্তা স্বদেশ থেকে দূরে থাকলেও নাচ থেকে দূরে নেই!
৫০-এর দোরগোড়াতেও আগের মতোই সুন্দরী, তাঁর নাচ থেকে আজও চোখ ফেরানো দায়! টরেন্টোয় নিজস্ব ডান্স অ্য়াকাডেমি চালান সংযুক্তা
ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পিএইচডিও সেরে ফেলেছেন। ধ্রুপদী নৃত্যকে তিনি পৌঁছে দিচ্ছেন কানাডার নানান প্রান্তে
দূরদর্শনের পর্দায় প্রায় ৭-৮ বার মা দুর্গা সেজেছেন সংযুক্তা, বহুবার সেই সব অনুষ্ঠান রিপিট টেলিকাস্টও হয়েছে
ভিএফএক্স সর্বস্ব মহালয়ার জমানাতেও টিভির মহিষাসুরমর্দিনী হিসাবে সংযুক্তা এক এবং অদ্বিতীয়!
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন