Hindustan Times
Bangla

পিরিয়ডসের সময় অবশ্যই খান এই ৫ খাবার, পাবেন উপকার

পিরিয়ডের সময়টা প্রত্যেক নারীর জন্যই বেশ চ্যালেঞ্জিং। অনেকেই এ সময় বিভিন্ন শারীরিক সমস্যায় পড়েন।

পিরিয়ডের সময় কিছু বিশেষ খাবার ডায়েটে যোগ করতে হবে এবং কিছু খাবার এড়িয়ে চলতে হবে।

কী খাবেন না- পিরিয়ডের সময় সাইট্রাস ফল না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। চা-কফি খাওয়াও ক্ষতিকর।

পিরিয়ডের সময় কিছু খাবার খাওয়া উপকারি বলে মনে করা হয়। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কিশমিশ- স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে কিশমিশ খেলে রক্তপাত কম হয়। ব্য়থা উপশম হয় এবং মেজাজ খারাপ হয় না।

বিটরুট- আয়রন গুণে সমৃদ্ধ পিরিয়ডের সময় বিটরুট খাওয়া উপকারি।

আখরোট- পিরিয়ডের সময় ওমেগা-৩ ফ্য়াটি অ্যাসিড এবং ফাইবার যুক্ত আখরোট খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

কুমড়োর বীজ- পিরিয়ডের সময় এটি খেলে যন্ত্রণা বা ক্র্যাম্প থেকে মুক্তি পাওয়া যায়।

পালং শাক- শাকে থাকে আয়রন। পিরিয়ডের সময় যে রক্তক্ষরণ হয় তাতে শাক খেলে তা শরীরে অনেকটাই শরীরের রক্ত চাহিদা পূরণ করতে পারে। পিরিয়ডের সময় পালং শাক খাওয়া খুবই ভালো। 

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। কোনও নির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।