Hindustan Times
Bangla

খুব সহজে মাইক্রোওয়েভ পরিষ্কার করার উপায় কী কী?

বেশিরভাগ গৃহস্থেই এখন মাইক্রোওয়েভ  ব্যবহার বেড়েছে। খাবার গরম করার খুব সহজ পদ্ধতি হল এই মাইক্রোওয়েভ। তবে এর পরিষ্কার করার বিষয়টিও এক্কেবারে ঝক্কির নয়। দেখে নেওয়া যাক, সহজে মাইক্রোওয়েভ পরিষ্কারের উপায়।

খাবার গরম করার সময় খাবারের বিভিন্ন ছিটে মাইক্রোওয়েভে পড়ে। এছাড়াও খাবারের গন্ধ থেকেও অপরিষ্কার হয়ে ওঠে মাইক্রোওয়েভের ভিতর। 

মাইক্রোওয়েভের যেখানে যেখানে রয়েছে খাবারের দাগ, সেখানে সমস্যা থাকে। সেখানে লাগিয়ে রাখুন বেকিং সোডা। খানিক বাদে সেখানে ভেজা কাপড় দিয়ে তা মুছে নিন।

লেবেুর রস মাইক্রোওয়েভের ভিতর মাখিয়ে রেখে দিতে পারেন। তারপর খানিক বাদে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পরে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

এছাড়াও বাসন ধোয়ার লিকুইড দিয়ে মাইক্রোওয়েভের ভিতরের অংশ পরিচ্ছন্ন করে নিন।