By Sanket Dhar
Published 18 Feb, 2023
Hindustan Times
Bangla
মিসিং ডে কেন পালন করা হয়? কীভাবে শুরু দিনটির, জানুন গোড়ার কথা
২০ ফেব্রুয়ারি মিসিং ডে। অ্যান্টিভ্যালেনটাইন সপ্তাহের ষষ্ঠ দিন এটি।
প্রিয়জনের সঙ্গে কতদিন ঠিকভাবে কথা হয় না। এই দিন তাকে কতটা মিস করছেন জানানোর দিন।
আপনার সঙ্গী অনেক দূরে থাকে? দেখা হয় না তার সঙ্গে?
মিসিং ডে-তে তাকে জানান সে কথা। চেষ্টা করুন যাতে দেখা করা যায় একটি দিন।
অ্যান্টিভ্যালেনটাইনস সপ্তাহের বাকি দিনগুলি অন্যরকম। তবে মিসিং ডে-এর মাধুর্যই আলাদা।
মিসিং ডে শুধু সঙ্গীর জন্য নয়। প্রিয় মানুষের জন্যও এই দিনটি পালন করা যায়।
যাদের হারিয়েছেন নানা দুর্ঘটনার কারণে। তাদেরও এই দিন মনে করার দিন।
তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলিই উদযাপনের দিন মিসিং ডে।