Hindustan Times
Bangla

BRICS: নাগাল্যান্ডের শাল থেকে গোন্ড আর্ট, ব্রিকস-এ কোন নেতাকে কী উপহার দিলেন মোদী?

১৫ তম ব্রিকস সম্মেলনে সদ্য যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একাধিক রাষ্ট্রনেতাকে বিভিন্ন ধরনের উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী এই ব্রিকস সম্মেলনের মঞ্চে ভারতের উন্নয়নের দিক যেমন তুলে ধরেছেন, তেমনই চন্দ্রযান-৩ নিয়ে সাফল্যের খতিয়ানও বাকি দেশগুলির সামনে তুলে ধরেন।

ব্রিকস সম্মেলনের মধ্যে আলাদা করে মোদী ও  জিনপিংয়ের সাক্ষাৎও এই আসরে আলাদা করে নজর কেড়েছে।

এরই মাঝে একাধিক দেশের নেতাকে একাধিক জিনিস উপহার দেন মোদী। 

ব্রিকসভূক্ত দেশগুলির কোন নেতাকে, প্রধানমন্ত্রী মোদী কোন সামগ্রী উপহার দিয়েছেন, দেখা যাক। 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ড সিরিল রামাফোসাকে একজোড়া এই পাত্র উপহার দিয়েছেন মোদী।

বিশেষ কারুকার্য খচিত এই পাত্র পারস্যের শিল্প থেকে অনুপ্রাণিত, যা ভারতে ৫০০ বছর আগে তৈরি হত। এটি বিদার এলাকার কারুশিল্প।

দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি শেপো মোৎসেপেকে নাগাল্যান্ডের শাল উপহার দিয়েছেন মোদী।

সুতি, সিল্ক ও উলের অনবদ্য মিশ্রণ রয়েছে এই শালের কাজে। রয়েছে বহু তাৎপর্যপূর্ণ প্রতীক।

এছাড়াও গোন্ড আর্টের এই পেইন্টিং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে উপহার দিয়েছেন মোদী।  

প্রসঙ্গত, গোন্ড কথার উৎপত্তি দ্রাবিড়ীয় 'কোন্ড' শব্দ থেকে। যার অর্থ হল, সবুজ পাহাড়। যে পেইন্টিং উপহার দেওয়া হয়েছে তা মধ্যপ্রদেশের।