By Sritama Mitra
Published 29 Jul, 2023
Hindustan Times
Bangla
মশার উপদ্রবে নাজেহাল? বাড়িতে লাগান এই গাছগুলি
ডেঙ্গির সঙ্গে দোসর ম্যালেরিয়া। বাংলার শহর থেকে শহরতলি দাপিয়ে বেড়াচ্ছে মশাবাহিত একাধিক রোগ। এই পরিস্থিতিতে বাড়ি থেকে মশা তাড়ানো জরুরি।
এমন কিছু গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে মশার দাপাদাপি কমে যায়। দেখে নেওয়া যাক সেই সমস্ত গাছ।
লেমন গ্রাস- বাড়িতে যদি লেমন গ্রাস গাছটি লাগান, তাহলে বহু দিক থেকে পাবেন উপকার। গাছের পাতার ফোটানো জল দিয়ে ঘ মুছলে মশারা পালায় বলে দাবি করেন অনেকে।
পুদিনা পাতা- পুদিনা পাতার গাছ যদি বাড়িতে রাখেন, তাহলে মশার আনাগোনা কমবে।
তুলসী- বলা হয়, বাড়ির দরজার কাছে তুলসী গাছ থাকলে বাড়িতে মশার উপদ্রব কমে।
তবে মশা তাড়ানোর আগে লক্ষ্য রাখতে হবে, ঘরের কাছে কোথাও জমা জল রাখা যাবে না। জঙ্গল, আগাছা থাকলে তা পরিষ্কার করে নেওয়া ভালো।