Hindustan Times
Bangla

৪৬০ কোটির মালিক! 'পুষ্পারাজ' আল্লুর সংগ্রহে থাকা দামী জিনিসগুলো কী কী জানেন?

অভিনেতা আল্লু অর্জুন বর্তমানে 'পুষ্পা ২' এর সাফল্যের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন।

দক্ষিণী ইন্ডাস্ট্রির 'পারফেক্ট ফ্যামিলি ম্যান' আল্লু অর্জুন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে আল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি টাকা। 

আল্লু অর্জুন তাঁর ছবি থেকে কোটি কোটি টাকা আয় করেন।  অনেক নামীদামি জিনিসের মালিক পুষ্পারাজ

আল্লু অর্জুনের একটি অত্যন্ত বিলাসবহুল ফ্যালকন ভ্যানিটি ভ্যান রয়েছে যার মূল্য ৭ কোটি টাকা। 

আল্লু অর্জুনের গ্যারেজে রয়েছে ১.২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি 'জাগুয়ার এক্সজেএল'

আল্লু অর্জুনও আরও বেশ কয়েকটি দামি গাড়ির মালিক। এর মধ্যে রয়েছে ৭৫ লক্ষ টাকা মূল্যের হামার এইচ ৩।

৪ কোটি টাকা দামের জেট ব্ল্যাক রেঞ্জ রোভারও রয়েছে তাঁর।

হায়দরাবাদে আল্লু অর্জুনের বিলাসবহুল বাংলোটির দাম প্রায় ১০০ কোটি টাকা।

caco88