By Abhisake Koley
Published 20 Oct, 2023
Hindustan Times
Bangla
ঘরের মাঠে সব থেকে বেশি আন্তর্জাতিক শতরান, দুইয়ে উঠে পন্টিংকে ছুঁলেন বিরাট
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে সেঞ্চুরি করার সুবাদে রিকি পন্টিংয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট।
ঘরের মাঠে এটি কোহলির ৩৬ নম্বর আন্তর্জাতিক শতরান। ঘরে-বাইরে সার্বিকভাবে এটি বিরাটের ৭৮ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি।
কোহলির মতো রিকি পন্টিংও নিজের দেশে ৩৬টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন। ঘরে-বাইরে সার্বিকভাবে ৭১টি আন্তর্জাতিক শতরান রয়েছে পন্টিংয়ের ঝুলিতে।
ঘরের মাঠে সব থেকে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। নিজের ১০০টি আন্তর্জাতিক শতরানের মধ্যে সচিন ৪২টি সেঞ্চুরি করেছেন ভারতে।
ডেভিড ওয়ার্নার ঘরের মাঠে মোট ৩০টি আন্তর্জাতিক শতরান করেছেন।
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা নিজের দেশে মোট ৩০টি আন্তর্জাতিক শতরান করেছেন।
জ্যাক কালিস ঘরের মাঠে মোট ২৯টি আন্তর্জাতিক শতরান করেছেন।
বিরাট কোহলি টেস্টে ২৯টি, ওয়ান ডে ক্রিকেটে ৪৮টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি শতরান করেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন