Hindustan Times
Bangla

২২ বছর বয়সে সব থেকে বেশি ODI সেঞ্চুরি, বাবরকে ছুঁয়ে কোহলির ঘাড়ে নিঃশ্বাস গুরবাজের

২৩ বছরে পা দেওয়ার আগেই সব থেকে বেশি ODI সেঞ্চুরি করার নিরিখে বাবর আজমের রেকর্ড ছুঁয়ে ফেলেন রহমানউল্লাহ গুরবাজ।

২৩ বছর পূর্ণ করতে এখনও বেশ কিছুদিন বাকি গুরবাজের। সুতরাং, সচিন-কোহলিদের রেকর্ড ভাঙতে পারেন রহমানউল্লাহ।

সচিন তেন্ডুলকর ২৩ বছর বয়সের আগেই ৮টি ODI সেঞ্চুরি করেন।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'ককও ২৩ বছর পূর্ণ করার আগেই ৮টি ওয়ান ডে শতরান করেন।

বিরাট কোহলি ২৩ বছর পূর্ণ করার আগেই ৭টি ODI সেঞ্চুরি করেন।

বাবর আজম ২৩ বছর পূর্ণ করার আগে ৬টি ওয়ান ডে শতরান করেন।

আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ২৩ বছর পূর্ণ করার আগেই ৬টি ODI সেঞ্চুরি করেন।

শ্রীলঙ্কার উপুল থরঙ্গা ২৩ বছর পূর্ণ করার আগেই ৬টি ODI শতরান করেন।