বিশ্বের সবথেকে বিষাক্ত ব্যাঙ কোনটি জানেন? দাম লাখ টাকার উপরে
বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণীর বসবাস এই পৃথিবীতে। বিষধর সাপের কথা আমরা শুনেছি, দেখেওছি। কিন্তু বিষাক্ত ব্যাঙের কথা কি কখনও শুনেছেন?
এই পৃথিবীতে এমনই একটি ব্যাঙ রয়েছে, যা দেখতে খুব সুন্দর হলেও সেই সৌন্দর্যই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যে কোনও সময়। এই ব্যাঙগুলিকে বলা হয় গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ।
গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগের আকার দুই ইঞ্চির বা তার থেকে সামান্য কিছুটা বড় বা ছোট হয়।
দশটি বড় মানুষকে মেরে ফেলার মতো যথেষ্ট বিষ রয়েছে এই ব্যাঙের দেহে। এই ব্যাঙ এতটাই বিষাক্ত যে, এটিকে স্পর্শ করলেই মৃত্যু হতে পারে।
এই ধরনের দাগযুক্ত ব্যাঙের ১০০টিরও বেশি প্রজাতি রয়েছে। তাদের গড় দৈর্ঘ্য এক ইঞ্চিরও বেশি।
বেশিরভাগ ব্যাঙের প্রজাতি কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রেইন ফরেস্টের একটি ছোট জায়গার মধ্যে বাস করে। এই ব্যাঙগুলি ছোট্ট ছোট্ট এলাকায় বিপুল পরিমাণে থাকতে পারে।
এই ব্যাঙের রং হলুদ, কমলা বা হালকা সবুজ হতে পারে। ভিন্ন ভিন্ন জায়গা অনুযায়ী এদের রংও ভিন্ন হয়। আন্তর্জাতিক বাজারে এসব ব্যাঙের দাম প্রায় দেড় লাখ টাকা।
এদের বিষ মূলত গাছপালা এবং বিষাক্ত পোকামাকড় থেকে আসে বলে মনে করা হয়। চিকিৎসা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রজাতির ব্যাঙগুলিকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।