By Abhisake Koley
Published 4 Jul, 2023
Hindustan Times
Bangla
চলতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ৬ ম্যাচে ব্যাট করে সব থেকে বেশি ৫৮৮ রান সংগ্রহ করেছেন জিম্বাবোয়ের শন উইলিয়ামস।
ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ৫ ম্যাচে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ রান সংগ্রহ করেছেন।
জিম্বাবোয়ের সিকন্দর রাজা ৬ ম্যাচের ৫টি ইনিংসে ২৯১ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার তিন নম্বরে।
শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ৬ ম্যাচে ব্যাট করে চতুর্থ সর্বোচ্চ ২৯০ রান সংগ্রহ করেছেন।
নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস ৬ ম্যাচের ৫টি ইনিংসে ব্যাট করে ২৮৮ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার পাঁচ নম্বরে।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ৬টি ম্যাচে সব থেকে বেশি ২০টি উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ৬ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি উইকেট পকেটে পুরেছেন।
জিম্বাবোয়ের রিচার্ড এনগারাভাও থিকশানার মতো ৬ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন।
ওমানের বিলাল খান থিকসানা ও এনগারাভার মতোই ৬ ম্যাচে ১৩টি উইকেট পকেটে পুরেছেন।
স্কটল্যান্ডের ক্রিস গ্রেভস ৫ ম্যাচে ১২টি উইকেট সংগ্রহ করেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন