By Abhisake Koley
Published 31 Mar, 2025
Hindustan Times
Bangla
Most Sixes In IPL 2025: ছক্কায় সবার সেরা পুরান, সেরা ৫-এ রয়েছেন কারা?
আইপিএল ২০২৫-এর প্রথম ১১টি ম্যাচের শেষে সব থেকে বেশি ছক্কা মারা ৫ ব্যাটারের তালিকায় চোখ রাখুন।
১. লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান ২ ম্যাচে ব্যাট করে ১৩টি ছক্কা মেরেছেন।
২. সানরাইজার্স হায়দরাবাদের অনিকেত বর্মা ৩ ম্যাচে ব্যাট করে ১২টি ছক্কা মেরেছেন।
৩. পঞ্জাব কিংসের শ্রেয়স আইয়ার ১ ম্যাচে ব্যাট করে ৯টি ছক্কা হাঁকিয়েছেন।
৪. লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ ২ ম্যাচে ব্যাট করে ৮টি ছয় মেরেছেন।
৫. গুজরাট টাইটানসের সাই সুদর্শন ২ ম্যাচে ব্যাট করে ৮টি ছক্কা হাঁকিয়েছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88