By Abhisake Koley
Published 16 Mar, 2025
Hindustan Times
Bangla
Most Sixes In WPL 2025: এবারের ডব্লিউপিএলে ছক্কায় সেরা গার্ডনার, প্রথম দশে রয়েছেন শেফালি-রিচা
ডব্লিউপিএল ২০২৫-এ সব থেকে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের তালিকায় চোখ রাখুন।
১. গুজরাট জায়ান্টসের অ্যাশলেই গার্ডনার ৯ ম্যাচে ব্যাট করে সব থেকে বেশি ১৮টি ছক্কা মেরেছেন।
২. দিল্লি ক্যাপিটালসের শেফালি বর্মা ৯ ম্যাচে ব্যাট করে ১৬টি ছক্কা মেরেছেন।
৩. ইউপি ওয়ারিয়র্জের শিনেল হেনরি ৭ ম্যাচে ব্যাট করে ১৫টি ছক্কা মেরেছেন।
৪. আরসিবির রিচা ঘোষ ৮ ম্যাচে ব্যাট করে ১৩টি ছক্কা হাঁকিয়েছেন।
৫. আরসিবির এলিস পেরি ৮ ম্যাচে ব্যাট করে ১১টি ছক্কা মেরেছেন।
৬. মুম্বই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর ১০ ম্যাচে ব্যাট করে ১১টি ছয় মেরেছেন।
৭. ইউপি ওয়ারিয়র্জের কিরণ নভগির ৮ ম্য়াচে ব্যাট করে ৯টি ছক্কা মেরেছেন।
৮. মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্যাথিউজ ১০ ম্যাচে ব্যাট করে ৯টি ছক্কা মেরেছেন।
৯. গুজরাট জায়ান্টসের ভারতী ফুলমালি ৪ ম্যাচে ব্যাট করে ৭টি ছক্কা মেরেছেন।
১০. আরসিবির স্মৃতি মন্ধনা ৮ ম্যাচে ব্যাট করে ৭টি ছক্কা মেরেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88