Hindustan Times
Bangla

নর্মদা নদীর প্রতিটি নুড়িকে 'শঙ্কর' বলা হয় কেন? জানুন পৌরাণিক কাহিনি

সনাতন ধর্মে নদীর বিশেষ গুরুত্ব রয়েছে। নদীকে পবিত্র বলে মনে করা হয়।

গঙ্গী নদীর মতো নর্মদা নদীও পুজো করা হয়। এই নদী সম্পর্কে বলা হয়, নর্মদা নদীর প্রতিটা নুড়িতে ভগবান শিব বাস করেন।

নর্মদা নদীর প্রতিটা নুড়িকে শঙ্কর বলা হয় কেন জানেন?

কথিত আছে, নর্মদা নদী বছরের পর বছর তপস্যা করেছেন ভগবান ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা সন্তুষ্ট হয়ে নর্মদাকে বর চাইতে বলেন।

নর্মদা নিজেকে গঙ্গা নদীর মতো করার জন্য বর চান।

তখন ভগবান ব্রহ্মা বলেছেন, যদি কোনও ভগবান শিবের সমান হয়, আর কেউ বিষ্ণুর সমান হয়, কোনও শহর কাশীর সমান হয়, তাহলে অন্য কোনও নদী গঙ্গার সমান হয়ে যায়।

এ কথা শুনে নর্মদা বর ত্যাগ করে কাশীতে গিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কঠোর তপস্যা করেন।

তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে নর্মদা নদীতে আবির্ভূত হন। বর দেন তীরের সমস্ত পাথর শিবলিঙ্গে পরিণত হবে।

ভগবান শিব নর্মদা নদীকে বলেন, গঙ্গা নদীতে স্নান করলে পাপ নাশ হয়, কিন্তু তোমাকে দর্শন করলেই সমস্ত পাপ মোচন হবে।

তখন থেকেই এই নর্মদা নদীর সমস্ত নুড়ি শঙ্কর নামে পরিচিত হতে থাকে।

নর্মদা নদীর পাথরকে বলা হয় নর্মদেশ্বর শিবলিঙ্গ। সব ধরনের শিবলিঙ্গের মধ্যে নর্মদেশ্বর শিবলিঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে।