Hindustan Times
Bangla

নবরাত্রির ৯ দিন সাজুন ৯ আলাদা রঙের পোশাকে

প্রথম দিনে শৈলপুত্রীর পুজোয় কমলা রঙের পোশাক পরুন।

দ্বিতীয় দিন ব্রহ্মচারিনীর আরাধনায় সাদা রঙ থাকুক পোশাকে।

তৃতীয় দিনে চন্দ্রঘন্টার পুজোয় লাল রঙ পরিধেয়।

দুর্গার চতুর্থ অবতার কুষ্মাণ্ডার পুজোয় নীল বস্ত্র পরাই রীতি।

পঞ্চম দিনে দেবী স্কন্দমাতাকে খুশি করতে থাকুক হলুদের ছোঁয়া।

ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর পুজোয় পরা হয় নীল পোশাক।

সপ্তম দিনে কালরাত্রির আরাধনায় ধূসর রঙের পোশাক পরাই নিয়ম।

অষ্টম দিনে মহাগৌরীর পুজোয় পরা হয় বেগুনি রঙের পোশাক।

শেষ দিনে সিদ্ধিদাত্রীর আরাধনায় সবুজ রঙে মাতেন সকলে।