Hindustan Times
Bangla

‘নিত্যা’ তোমার যে ফুল ফোটে... কবিগুরুর কথা থেকেই যেন উঠে এলেন অভিনেত্রী, দেখুন ছবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে অনুপ্রেরণা। 'চিত্রাঙ্গদা' চরিত্রকে ক্যামেরার সামনে তুলে ধরেছেন অভিনেত্রী নিত্যা মেনেন।

'চিত্রাঙ্গদা' একটি নৃত্যনাট্য, যা মূলত ১৮৯২ সালে নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রচিত।

এই মহাকাব্য মহাভারতের তৃতীয় পাণ্ডব মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা এবং অর্জুনের প্রেম জীবনের উপর ভিত্তি করে তৈরি। 

ছবিতে নিত্যাকে পুরনো দিনের রমণীর মতো ঘটিহাতা ব্লাউজ এবং চওড়া পাড়ের শাড়ি পরে দেখা মিলেছে

মাথায় খোপা পরে চুলে ফুলের মালা পরেছেন তিনি

চোখে গাঢ় করে কাজল এবং খুব সামান্য সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী

রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনায় 'চিত্রাঙ্গদা' ফুটে উঠেছে নিত্যার সাজে। নৃত্যনাট্য চিত্রাঙ্গদা হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য।