Hindustan Times
Bangla

২০২৩ সালে নোবেল পুরস্কারে সম্মানিত হলেন কারা? দেখে নিন এক ঝলকে

অ্যাটোসেকেন্ড পালস আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেলে পেলেন পিয়্যের অগস্তিনি।

একই বিষয়ে গবেষণার জন্য যৌথভাবে সম্মানিত হলেন ফেরেঙ্ক ক্রৌজ।

ইলেক্ট্রন গতিবিদ্যা বিষয়ক ওই গবেষণায় তৃতীয় পুরস্কার প্রাপক অ্যানি এলহুইলার।

কোয়ান্টাম ডটস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন মৌঙ্গি বাওয়েন্ডি।

একই বিষয়ে একই গবেষণায় যৌথভাবে সম্মানিত হলেন লুইস ব্রুশ।

রসায়নে ২০২৩ সালে তৃতীয় নোবেল প্রাপক হলেন আলেক্সেই একিমভ।

কোভিড টিকা আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কাটালিন কারিকো।

যৌথভাবে সেই পুরস্কারে সম্মানিত হলেন ড্রিউ উইসম্যান।

সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত করা হল জন ওলাভ ফসেকে।

ইরানে মেয়েদের অধিকার নিয়ে দীর্ঘ লড়াইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্গিস মহম্মদি

অর্থনীতিতে মহিলাদের বৈষম্যের দিক তুলে ধরায় অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোলডিন।