By Priyanka Mukherjee
Published 20 Jul, 2023
Hindustan Times
Bangla
৬০-বার অডিশন দিয়ে 'পরিণীতা' হন বিদ্যা, প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন এই সুন্দরী..
২০০৫ সালে মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার 'পরিণীতা', বাঙালি কন্যের চরিত্রে মুগ্ধ করেছিলেন বিদ্যা বালান
বাংলা ছবি 'ভালো থেকো' দিয়ে রুপোলি সফর শুরু হলেও 'পরিণীতা' ছবি বিদ্যার কেরিয়ারের বড় ব্রেক
মোহনলালের সঙ্গে ডেবিউ ছবির কাজ আটকে যাওয়ার পর বিদ্যার নামের পাশে জুড়েছিল 'অপয়া' তকমা
শুরুতে 'পরিণীতা' হিসাবে নবাগতা বিদ্যাকে মনে ধরেনি প্রযোজক বিধু বিনোদ চোপড়ার, তাঁর পছন্দ ছিল নীল নয়না সুন্দরী
সইফের নায়িকা হিসাবে ঐশ্বর্য রাইকে কাস্ট করতে চেয়েছিলেন তিনি
বাঙালি পরিচালক প্রদীপ সরকার বিদ্যার মধ্যেই খুঁজে পেয়েছিলেন শরৎচন্দ্রের ললিতাকে
শেষ পর্যন্ত ৬০ বার অডিশন দিয়ে 'পরিণীতা'র নায়িকা হিসাবে চূড়ান্ত হন বিদ্যা, বাকিটা ইতিহাস
এই ছবির জন্য ফিল্মফেয়ার-সহ সমস্ত পুরস্কার মঞ্চে সেরা নবাগতার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন বিদ্যা
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন