Hindustan Times
Bangla

নিউমারোলোজিতে ৮-এর মহিমা-কর্মযোগী, পরিশ্রমী হন এঁরা, ভাগ্য কেমন হয় তাঁদের

সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখ অনুসারে তাঁর ব্যক্তিত্ব এবং ভবিষ্যত সম্পর্কে জানা যায়।

কারও জন্ম ১২ তারিখ হলে তাঁর মূলাঙ্ক হবে ১ এবং ২-এর যোগফল ৩। তেমনই মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৮। এই মূলাঙ্কের অধিপতি শনিদেব। 

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা একেবারেই শো-অফ করতে পছন্দ করেন না। কাজই তাঁদের হয়ে কথা বলে। তাঁরা প্রচণ্ড পরিশ্রমী হন। 

বস্তুবাদ থেকে একটু দূরে থাকেন এঁরা। তবে নিজের নিন্দা পছন্দ করেন না। খুব তাড়াতাড়ি রেগে যান। ভাগ্য খুব একটা পাশে থাকে না। তবে ৩০ বছর বয়সের পর উন্নতি করেন। 

সংখ্যাতত্ত্ব অনুসারে, ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা সঞ্চয়ী। টাকা-পয়সা জমাতে পছন্দ করেন। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেন না।  টাকা খরচ করার আগে ভাবনাচিন্তা করেন। চাকরি এবং ব্যবসা উভয়ই সফল হতে পারেন।

লোহা, পেট্রোল, খনিজ এবং তেলের কাজ করলে সাফল্য পাবেন ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা। শনি ও শুক্রবার ৮ মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য খুব শুভ বলে মনে করা হয়।

মূলাঙ্ক ৮-এর জাতক-জাতিকাদের ক্ষেত্রে হালকা নীল এবং কালো রং শুভ বলে মনে করা হয়। তাই কোনও শুভ কাজ করার আগে কালো এবং নীল কাপড় পরতে পারেন।