Hindustan Times
Bangla

বাজেটে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাড়ানো হয়েছে আয়কর ছাড়ের সীমা। আবার করযোগ্য আয়ের ক্ষেত্রে আয়করের স্তর কমিয়ে পাঁচটি করা হয়েছে। 

তবে একই সঙ্গে পুরনো আয়কর কাঠামোর আওতায় থাকারও অপশন দেওয়া হয়েছে। তবে সুযোগ-সুবিধা মিলবে নয়া কর কাঠামোয়।

নয়া কর কাঠামোয় কতটা লাভ হবে? আয়ের স্তর অনুযায়ী সম্পূর্ণটা সাজিয়ে দেওয়া হল আপনাদের জন্য। দেখে নিন এক নজরে। 

পুরনো কর কাঠামো।

নয়া কর কাঠামো (২০২০ সালের বাজেটে ঘোষণা)

নতুন কর কাঠামো (সংশোধিত - ২০২৩ সালের বাজেটে ঘোষণা)

করের হিসাব