অস্কার মঞ্চে ‘ওপেনহাইমার’-এর জয়জয়কার, কোন ৭ বিভাগে ঘরে এল পুরস্কার
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের আসর বসে। চলতি বছরে অস্কারে মোট ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ‘ওপেনহাইমার’। তার মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক-সহ ৭টি বিভাগে জয় ছিনিয়ে নিয়েছে এই ছবি।
সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে অস্কার অন্যতম। রবিবার ৯৬তম অ্যাকাডেমি আওয়ার্ডসের মঞ্চেও একাধিক বিভাগে পুরস্কৃত হল নোলান পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’।
ছবির নামভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি।
সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। পরিচালক হিসেবে অস্কার জিতলেন নোলান।
সেরা ছবি- ওপেনহাইমার। সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন ছবির ডিওপি হোয়তে ভ্যান হোয়েতেমা।
সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন জেনিফার লেম। সেরা মৌলিক সুরের জন্য নির্বাচিত হয়েছেন সুরকার লুডভিগ গোরানসান।