'পঞ্চায়েত'-এর সাদামাটা রিঙ্কি বাস্তব জীবনে কেমন জানেন? (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
পর্দার রিঙ্কি ওরফে সানভিকা 'পঞ্চায়েত ৩'-এ তাঁর অভিনয় দিয়ে সকলের নজর কেড়েছেন। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
জিতেন্দ্র কুমার অর্থাৎ গল্পের সচিবজির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন সিরিজে নতুন মাত্রা যোগ করেছে। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
সিরিজে তিনি অঙ্কে কম নম্বর পেলেও, বাস্তব জীবনে কিন্তু সানভিকার ঝুলিতে আছে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
মধ্যপ্রদেশের জব্বলপুরে বড় হয়েছেন নায়িকা। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
বেঙ্গালুরু যাওয়ার নাম করে, বাবা-মাকে একপ্রকার মিথ্যে বলেই মুম্বইতে রেখেছিলেন পা। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
প্রথমে তিনি অ্যাসিস্ট্যান্ট কস্টিউম ডিরেকটার হিসেবে কাজে শুরু করেছিলেন, কিন্তু তাঁর চোখে ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
তারপরের জার্নিটা অবশ্য খুব একটা সহজ নয়, বিভিন্ন জায়গায় অডিশন। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
অবশেষে ভাগ্য খোলে 'পঞ্চায়েত'-এর হাত ধরে। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
প্রথমে অবশ্য তাঁকে একটা ছোট রোলের জন্যই ডাকা হয়েছিল। বলা হয়েছিল সিরিজ জনপ্রিয়তা লাভ করলে, পরের সিজনে চরিত্রটাকে বড় করে দেখানো হবে। আর এরপরের গল্প সকলেরই জানা। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
'পঞ্চায়েত'-এর প্রথম সিজনে নায়িকার খুব ছোট একটা ঝলক দেখা গেলেও, পরবর্তী দুই সিজনে তাঁর অভিনয় ছুঁয়ে যায় দর্শকদের মন। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
সিরিজে তাঁকে সালোয়ার কামিজ পরে সাদামাটা ভাবে দেখা গেলেও বাস্তবে তিনি ফ্যাশানিস্তা। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)
ট্রাডিশনাল হোক বা ওয়েস্টার্ন সবেতেই সাবলীল সানভিকা। (ছবি সৌজন্যে: @iamsanvikaa)