Hindustan Times
Bangla

এবার থেকে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি আর বাধ্যতামূলক নয়। জানাল ইউজিসি।

ইউজিসির এই নয়া  সিদ্ধান্তের কথা বুধবার ঘোষমা করেছে ইউজিসি। সেখানেই ওই পদে ন্যূনতম যোগ্যতার তথ্যও দেওয়া হয়।

 ১ জুলাই থেকে নয়া নিয়ম কার্যকরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউজিসির তরফে।  

ইউজিসির নয়া বিধি অনুযায়ী, NET, SET কিম্বা  SLET পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকেই ন্যূনতম যোগ্যতা ধরা হচ্ছে সরকারী অধ্যাপক পদে নিয়োগে।

ওই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ  হলেই একজন পরীক্ষার্থী সরকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। 

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের জন্য ২০১৮ সালে র রেগুলেশন সংশোধন করা হয়েছে।  

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পিএইচডি বাধ্যতামূলক না করার দাবি জানানো হয়েছিল এই পদ ঘিরে। দাবি ছিল পড়ুয়াদের একটা বড় অংশের। 

এছাড়াও কোভিডকালে পিএইচডি শেষ করা সংক্রান্ত জটিলতা ঘিরেও তাকে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ন্যূনতম যোগ্যতা হিসাবে রাখা নিয়ে বিরোধিতা আসে বহু মহল থেকে।