By Laxmishree Banerjee
Published 13 Mar, 2024
Hindustan Times
Bangla
গোলাপি ঠোঁট পেতে চান! এইভাবে ব্যবহার করুন নারকেল তেল।
অনেক সময় বাতাসের কারণে ঠোঁট শুষ্ক হয়ে ফাটে।
ফাটা ঠোঁট সুস্থ রাখতে এবং গোলাপী ঠোঁট পেতে নারকেল তেল ব্যবহার উপকারী হতে পারে।
আসুন জেনে নিই গোলাপি ঠোঁটের জন্য নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন।
ঠোঁটের মরা চামড়া তুলতে প্রথমে টমেটোর পাল্পে চিনি মিশিয়ে ঠোঁট ঘষে নিন।
কয়েক ফোঁটা নারকেল তেল ঠোঁটে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
একটি প্যানে মাখন গরম করুন। গলে গেলে তাতে দুই চামচ নারকেল তেল মিশিয়ে লিপবাম তৈরি করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগান।
এক চা চামচ অলিভ অয়েলে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগান।
এভাবে ঠোঁটে নারকেল তেল লাগালে ঠোঁট নরম হবে এবং ঠোঁট থাকবে উজ্জ্বল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন