পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে। কিন্তু সর্বপিতৃ অমাবস্যা কবে পড়েছে জানেন? এর গুরুত্বই বা কী?
হিন্দু ধর্ম মতে, পিতৃপক্ষে বাড়ির মৃত পূর্বসূরিদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এটা একপ্রকার শ্রাদ্ধ বলা যায়। মৃত মানুষদের আত্মার শান্তির জন্য এটা করা হয়।
পিতৃপক্ষের অমাবস্যাকে সর্বপিতৃ অমাবস্যা বলা হয়ে থাকে। এই বছর সর্বপিতৃ অমাবস্যা পড়েছে ১৪ অক্টোবর।
মহালয়ার দিন অর্থাৎ সর্বপিতৃ অমাবস্যার দিন পূর্বসূরিদের শ্রাদ্ধ এবং জলদান করার সেরা সময় হল সকাল ১১.৪৪ থেকে দুপুর ৩.৩৫ পর্যন্ত।
মনে করা হয় আপনার কোনও পূর্বসূরির মৃত্যুর দিন বা সময় না জেনে থাকেন তাহলে এই দিন তাঁর শ্রাদ্ধ করে পিণ্ডদান করা যায়।
শ্রাদ্ধের দিন সকাল সকাল স্নান করে পরিষ্কার জামা পরে গায়ে গঙ্গার জল ছিটিয়ে কাজে বসুন।
দক্ষিণ দিকে মুখ করে শ্রাদ্ধের নিয়ম পালন করুন। পূর্বসূরিদের কথা চিন্তা করুন এই কাজের সময়। ১১ বার তাঁদের নাম নিন।
ব্রাহ্মণ ভোজন করান এদিন অবশ্যই।
আর দান করতে ভুলবেন না যেন। এদিন দান কর ভীষণ পুণ্যের কাজ। খাদ্য বা বস্ত্র দান করা উচিত এদিন।
এদিন নিজে খাওয়ার আগে গরু বা কাককে খাবার দিতে ভুলবেন না। মনে করা হয় এই বেশেই পূর্বসূরিরা আসেন আমাদের কাছে।