Hindustan Times
Bangla

সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার নানান অদেখা ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া। যে ছবিগুলি আপনারা এর আগে কখনওই দেখেননি।

প্রিয়াঙ্কা লেখেন, 'আমি যখন আমার ফটো লাইব্রেরি সাফাই করছিলাম , তখন আমি আমার জীবনের কিছু মজার স্নিপেট পেয়েছি ৷'

প্রিয়াঙ্কা লেখেন, 'সালটা ১৯৮৩, জীবনের ফ্যাশন প্রথম. মা সানগ্লাস, আর বাবার বাইক (আমার মনে হয় বাইকটি রাজদূত বা জাভা ছিল)'

এই ছবির বিষয়ে লেখেন, ' ছবিটি ১৯৮২-র, যেমনটি আমি ফ্যাশন বলতে বলি, সর্বদা এক দেশি মেয়ে'।

প্রিয়াঙ্কা লেখেন, 'ছবিটি ১৯৮৭ সালের। আমার জন্মদিনের পার্টি ছিল তবে তখন আমার অ্যাস্থমার সমস্যাটা তীব্র হয়েছিল'।

এই ছবির ক্যাপশানে প্রিয়াঙ্কা লেখেন, 'ফ্যাশন আমার হাসি চুরি করেছে। আরও এক বছর আরেকটা জন্মদিন'।

এই ছবি প্রসঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, 'আমার সবচেয়ে সুখের জায়গা। পরিবারের সাথে বেড়ানো। লেহ গিয়েছিলাম ১৯৯৪ সালে।'

এই ছবি প্রসঙ্গে 'ক্যাম্পফোর হাসপাতাল প্রাঙ্গণ বেরেলি। যদিও চুল… 'লিখে হাসির ইমোজি জুড়েছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা লেখেন, 'ছবিটি ১৯৯৫ সালের, ১৩ বছর বয়সী এক ছিপছিপে কিশোরীকে কোলা খেতে দেওয়া হয়েছিল! অবশ্যই একটি অভিনব গ্লাসে। 

প্রিয়াঙ্কার এই ছবিটি '১৯৯৭ সালে বোস্টনে তোলা, আত্মবিশ্বাসের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি’।

১৯৯৭ সালের ছবি। নব্বইয়ের দশকে এই ছবিটি ইরফান আহমেদ নামে এক যুবকের সঙ্গে ছবিটি তুলেছিলেন প্রিয়াঙ্কা। 

১৯৯৯ সালে বেরেলিতে প্রিয়াঙ্কার প্রথম পোর্টফোলিও শ্যুট। এই ছবিতে প্রিয়াঙ্কাকে সত্যিই চেনা দায়।

মিস ইন্ডিয়ার অফিসিয়াল পোর্ট্রেটের জন্য তোলা ছবি।

২০০০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগী হিসাবে তোলা প্রিয়াঙ্কার ছবি।

ছোট্ট শিশু প্রিয়াঙ্কা যখন প্রথম সিনেমার দুনিয়ায় পা রাখলেন।

২০০২ সালে তোলা ছবি এটি, প্রিয়াঙ্কার সঙ্গে অজয় দেবগন ও প্রয়াত ইউসুফ সাহেব ওরফে দিলীপ কুমার। 

২০০৮-এ মিয়ামিতে তোলা এই ছবি।

caco88