Hindustan Times
Bangla

কাজের ব্যস্ততা থাকেই, তারই ফাঁকে যতটা পারেন ছেলে সহজকে সময় দেন প্রিয়াঙ্কা।

এই মুহূর্তে অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়েছেন সহজ ও তাঁর অভিনেত্রী মা প্রিয়াঙ্কা সরকার।

সহজ ও প্রিয়াঙ্কার অরুণাচল বেড়ানোর নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশীয় এলাকা দিয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে। সেখান থেকে উত্তরে তিব্বতের সঙ্গে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় মিশেছে।

ব্রহ্মপুত্র নদ (এখানে সিয়াং নামে পরিচিত) ও তার বিভিন্ন উপনদী তিরাপ, লোহিত, সুবর্ণসিড়ি ও ভারেলি এখানকার প্রধান নদনদী।

বেড়ানের সময় পুরো এলাকা তুলে ধরতে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সরকার।

অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করছেন সহজ-প্রিয়াঙ্কা।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।

caco88