অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশীয় এলাকা দিয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে। সেখান থেকে উত্তরে তিব্বতের সঙ্গে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় মিশেছে।
ব্রহ্মপুত্র নদ (এখানে সিয়াং নামে পরিচিত) ও তার বিভিন্ন উপনদী তিরাপ, লোহিত, সুবর্ণসিড়ি ও ভারেলি এখানকার প্রধান নদনদী।
বেড়ানের সময় পুরো এলাকা তুলে ধরতে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সরকার।
অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করছেন সহজ-প্রিয়াঙ্কা।