Hindustan Times
Bangla

'আমি নিজেই নিরাপদ নই',  রাজস্থানে ৫ জনের খুন ও জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর মন্তব্য কংগ্রেস MLAর

রাজস্থানের ওশিয়ানের এক গ্রামে এক ৬ মাসের শিশু সমেত ৫ জনকে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। এলাকার  কংগ্রেস বিধায়ক দিব্যা মদরনা এই ইস্যুতে মুখ খুলেছেন।  

কংগ্রেস শাসিত রাজস্থানের কংগ্রেস বিধায়ক দিব্যা বলছেন,' আমি কি বলতে পারি, আমি নিজেই নিরাপদ নই, পুলিশের নিরাপত্তাতে থেকেও আমি আক্রান্ত হয়েছি। '

উল্লেখ্য, রাজস্থানের ওশিয়ানের বিধায়ক দিব্যার কনভয়ে কিছুদিন আগেই হামলা হয়। তিনি বলছেন ৫ জনকে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে তিনি বিধানসভায় প্রসঙ্গ উত্থাপন করলেও তাঁকে বলতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, ৬ মাসের শিশু সমেত ৫ জনকে রাজস্থানের যোধপুরের ওশিয়ানের এক গ্রামে খুন করে পুড়িয়ে দেওয়া হয়।

সেই ঘটনা নিয়েই মুখ খুলেছিলেন এলাকার কংগ্রেস বিধায়ক। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপিও পাল্টা জবাব দেয়।

বিজেপি এই বিষয়ে রাজস্থানের অশোক গেহলেট সরকারকে দায়ী করছে।

 উল্লেখ্য, সামনেই রাজস্থানে ভোট। তার আগে কংগ্রেস বিধায়কের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

দিব্যা বলছেন, ,'আমি ওই বিষয়টি উত্থাপন করতে চেয়েছিলাম বিধানসভায়। আমায় করতে দেওয়া হয়নি।'