By Priyanka Bose
Published 22 Jan, 2024
Hindustan Times
Bangla
প্রধানমন্ত্রীর হাতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ রামলালার, রামমন্দিরের গর্ভগৃহের ছবি দেখে উচ্ছ্বাসে ভাসল অযোধ্যাবাসী
ইতিহাস তৈরি হল অযোধ্যায়। সোমবার অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হয়। দেখুন সেই ছবি-
সোমবার মূল যজমান হিসেবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চূড়ান্ত আচার ও রীতিনীতি পালন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী
টিভি এবং মোবাইলের পর্দায় সেই ঐতিহাসিক মুহূর্ত দেখতে পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন মন্দিরের বাইরে থাকা অসংখ্য মানুষ।
একেবারে ঘড়ির কাঁটা ধরে সোমবার বেলা ১২ টা ৫ মিনিটে রামমন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্দিরে প্রবেশ করে পুরোহিতের হাতে পুজোর ডালা তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁকে ‘তিলক’ পরিয়ে দেওয়া হয়। হাতজোড় করে পুজো-অর্চনা শুরু করেন।
রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির নীচে বসে চূড়ান্ত রীতিনীতি এবং আচার পালন করেন প্রধানমন্ত্রী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
প্রধানমন্ত্রীর হাতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয় রামলালার। রামমন্দিরের ঐতিহাসিক দিনে অশ্রুসজল অযোধ্যাবাসী।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন