বড় এসির ইউনিটে ছোটগুলির তুলনায় বেশি বিদ্যুৎ ব্যবহার হয়।
বেশি এফিসিয়েন্ট এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচ করে।
এনার্জি এফিসিয়েন্ট এয়ার কন্ডিশনার কম বিদ্যুতের বিল খরচ করে।
শীতাতপ নিয়ন্ত্রিত এই যন্ত্রের তাপমাত্রা অবশ্যই ২৪ থেকে ২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। রাতে ঘুমনোর আগে এসি স্লিপ মোডে দিয়ে রাখুন। বিদ্যুৎ কম পুড়বে। তাপমাত্রা যত কমিয়ে রাখবেন বিদ্যুতের বিল ততই বাড়বে।
ঘরে মোটা পর্দা লাগালে বাইরের গরম হাওয়া ও আলো কম আসবে। ফলে ঘরও তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেক্ষেত্রে বিদ্যুত সাশ্রয় হবে।
বছরের নির্দিষ্ট সময় এসি-র সার্ভিসিং করাতে ভুলবেন না যেন। নেক দিন ধরে ব্যবহার করার ফলে এসি-র ফিল্টারে অনেক ময়লা, ঝুল জমে থাকে। বিদ্যুৎ সাশ্রয় করতে ফিল্টার পরিষ্কার রাখা জরুরি।