Hindustan Times
Bangla

একটি জায়গা, দাবিদার ৬ জন, T20 বিশ্বকাপে ভারতের উইকেটকিপার হবেন কে?

আসন্ন টি-২০ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে ঢোকার দাবিদার কারা? দেখে নিন তালিকা।

ইশান কিষানের আইপিএল ফর্ম যেমনই হোক, তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন।

সঞ্জু স্যামসনকে নিয়ে দল নির্বাচনী বৈঠকে আলোচনা হবে নিশ্চিত।

লোকেশ রাহুল উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে ঢোকার অন্যতম দাবিদার।

ঋষভ পন্তকে বিশ্বকাপের মঞ্চেই টিম ইন্ডিয়ার জার্সিতে কামব্যাক করতে দেখা যেতে পারে।

আগ্রাসী মেজাজের জিতেশ শর্মাকে দৌড় থেকে একেবারে ছিটকে দেওয়া যাবে না।

আইপিএলে কিপিং না করলেও ধ্রুব জুরেল নির্বাচকদের গুডবুকে নাম লিখিয়েছেন ইতিমধ্যেই।