বিশ্বকাপের আগে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা এবং পাকিস্তানের দায়িত্বে থাকছেন বাবার। এক নজরে দেখে নেওয়া যাক কে এগিয়ে।
এশিয়া কাপ কে জিতবে তা সময় বলবে। তবে বাবরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন রোহিত।
রোহিত এগিয়ে থাকলেও বাবরও যে খুব একটা দূরে রয়েছেন তা একেবারেই বলা যাবে না। সমানে-সমানে টক্কর দিতে প্রস্তুত তিনিও।
এখনও পর্যন্ত ২৪৪টি ওডিআই ম্যাচ খেলেছেন রোহিত। তাঁর মোট রান ৯৮৩৭। সর্বোচ্চ ২৬৪ রান। হিটম্যানের ঝুলিতে রয়েছে ৩০টি শতরান এবং ৪৮টি অর্ধশতরান।
পাক অধিনায়ক ১০০টি ওডিআই ম্যাচ খেলে করেছেন ৫০৮৯ রান। সর্বোচ্চ ১৫৮। তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি শতরান এবং ২৬টি অর্ধশতরান।
রোহিত এখনও পর্যন্ত ৫২টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩৬৭৭ রান। সর্বোচ্চ ২১২। ঝুলিতে রয়েছে ১০টি শতরান এবং ১৬টি অর্ধশরান।
বাবর আজম মাত্র ৪৯টি টেস্ট খেলেছেন। টেস্টে তাঁর রান ৩৭৭২। সর্বোচ্চ ১৯৬। ঝুলিতে রয়েছে ৯টি শতরান এবং ২৬টি অর্ধশতরান।
এশিয়া কাপে নামার আগে এই দুই অধিনায়কের পরিসংখ্যান আদৌ কোনও কাজে লাগে কিনা সেটাই দেখার। তবে রোহিত কিছুটা এগিয়ে রয়েছেন ঠিক কথা। তবে বাবরও পাল্লা দিতে প্রস্তুত।