Hindustan Times
Bangla

এই ক্রিকেট সুপারস্টারকে চিনতে পারছেন? সময় রইল ৩ সেকেন্ড..

এই ছবিটি ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টারের ছোটবেলার ছবি। ৩ সেকেন্ডের মধ্যে বলতে পারবেন, ইনি কে?

এই তারকাকে চিনে নেওয়ার জন্য রইল ছোট্ট একটা হিন্ট! ইনি মহারাষ্ট্রের বাসিন্দা। দেশের ক্রিকেট টিমের অধিনায়ক!

এবার চিনতে পারলেন কার কথা হচ্ছিল? কথা হচ্ছে, ভারতীয় ক্রিকেট টিমের স্টার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে ।

সদ্য মুম্বই ইন্ডিয়ান্স টিমের এই স্টার নিজের গ্লাভসে 'SAR' লিখেছেন। কেন এমন শব্দ তিনি লিখেছেন? রয়েছে তারও জবাব।

রোহিত শর্মা খুবই পারিবার কেন্দ্রিক মানুষ। আর এই SAR শব্দ মূলত, রোহিতের পরিবারের সদস্যদের নামের আদ্যক্ষর ।

রোহিতের স্ত্রীর নাম রীতিকা, তাঁর নাম 'R' দিয়ে শুরু, ছেলের নাম আহান, 'A' দিয়ে শুরু, আর 'S' দিয়ে শুরু রোহিতের মেয়ে সামাইরার নাম। 

রোহিতের নিজের নামও শুরু 'R' দিয়ে। ফলে গ্লাভসে লেখা 'SAR'র নামের রয়েছে তাৎপর্য।

আর আজ সন্ধ্যায় IPL 2025 এ মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে ময়দানে নামছেন 'হিটম্যান' রোহিত।

caco88