Hindustan Times
Bangla

 বিতর্কে জড়িয়েছেন আর্জেন্তিনার মহিলা দলের ফরোয়ার্ড ইয়ামিলা রডরিগেজ

বছর পঁচিশের কন্যা একেবারেই খেলা কেন্দ্রিক কারণে বিতর্কে জড়াননি।

তাঁর পায়ের ট্যাটু নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে।

মেসির দেশের মেয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখের ট্যাটু নিজের পায়ে খোদাই করেছেন।

বিশ্বকাপের আগে রডরিগেজ তাঁর ট্যাটু নিয়ে কথা বলেছেন। 

মেসি  নন রডরিগেজের প্রিয় তারকা মারাদোনা ও রোনাল্ডো। তাই নিজের বাম পায়ে তাদের ছবি রেখেছেন তিনি। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যে তাঁর আইডল 'মেসি নন'! 

ইয়ামিলাকে হঠাৎ জনপ্রিয় করে তুলেছে দুটো ট্যাটু। 

আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাঁ পায়ে রয়েছে দুটো ট্যাটু। একটা দিয়েগো মারাদোনার। আর অন্যটা রোনাল্ডোর।

মেসির দেশের মহিলা ফুটবলারের পায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্যাটু করিয়েছেন। বিতর্কের ঝড় বয়ে গিয়েছে গত কয়েক দিন।

তিনি বলেছেন, মেসি আমাদের দেশের জাতীয় টিমের একজন কিংবদন্তি ক্যাপ্টেন। কিন্তু আমার অনুপ্রেরণা বা আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

তিনি আরও বলেন, আমি মেসিকে ঘৃণা করি না! বিশ্ব ফুটবলের দুই গ্রেট প্লেয়ারের ট্যাটু আমার বাঁ পায়ে রয়েছে।

মেয়েদের ফুটবল বিশ্বকাপের মাঝে চাপে রয়েছেন আর্জেন্তিনার এই মহিলা ফুটবলার।