ত্রিপুরার প্রচীন ত্রিপুরেশ্বরী মন্দির পুজো দিলেন রূপাঞ্জনা-রাতুল।
রূপাঞ্জনা-রাতুলের এই সফরের সঙ্গী ছেলে রিয়ান।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৫ কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে রয়েছে এই শক্তিপীঠ।
আগরতলা থেকে ট্রেন ও গাড়ি কিংবা বাসে করে এই মন্দিরে পৌঁছানো যায়।
গত ২২ নভেম্বর কলকাতা থেকে ত্রিপুরা উড়ে যাওয়ার ছবি পোস্ট করেন রাতুল-রূপাঞ্জনা।
উদয়পুরের হোটেল থেক রাজকীয় স্টাইলে পোজ দিয়ে ছবি পোস্ট করেছেন রাতুল-রূপাঞ্জনা-রিয়ান।
এই মন্দিরটিকে ৫১ টি শক্তি পিঠের মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। মনে করা হয়, এখানে সতীর ডান পা পড়েছিল।
এই মন্দিরটি মাতাবাড়ি নামেও পরিচিত, যেটি কিনা একটা ছোট পাহাড়ের উপরে স্থাপিত। আর এই পাহাড়ের আকৃতি একটি কচ্ছপের কুঁচিতির অনুরূপ (কুরুমা) তাই এটি কুরুমাপাখক্তি নামেও পরিচিত।
এই মন্দিরের দেবীমূর্তি কষ্টিপাথরের তৈরি। মন্দিরের পবিত্রতম দেবীদের মধ্যে দুটি একই রকম তবে বিভিন্ন আকারের কালো পাথরে মূর্তি রয়েছে।
ত্রিপুরা সফরের নানান ছবি পোস্ট করেছেন রূপাঞ্জনা-রাতুল।