Hindustan Times
Bangla

সঞ্জয় দত্ত, মেরি কম, মহাবীর ফোগাটরা তাঁদের বায়োপিকের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?

ফোগাট বোনেরা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে দঙ্গল (২০১৬) থেকে তাঁরা মাত্র ১ কোটি টাকা পেয়েছেন। এদিকে ছবি ব্যবসা করেছে ২০০০ কোটি।

চলুন জেনে নেওয়া যাক বাদবাকি তারকারা তাঁদের বায়োপিকের জন্য কত টাকা নিয়েছেন নির্মাতাদের থেকে। 

২০১৬ সালে প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে তৈরি হয়েছিল ‘আজহার’। শোনা যায়, এটি তৈরির স্বত্বের জন্য কিছুই নেননি। তিনি। আজহারের ভূমিয়া ছিলেন ইমরান হাসমি। 

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ভাগ মিলখা ভাগ আসে ২০১৩ সালে। চলচ্চিত্রটি মুক্তির পর সমালোচকদের প্রশংসা এবং বাণিজ্যিক সাফল্য লাভ করে। এটি ক্রীড়াবিদ এবং কমনওয়েলথ চ্যাম্পিয়ন মিলখা সিংয়ের জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল।

 দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত মিলখার চরিত্রে দেখা গিয়েছিল ফারহান আখতারকে। জানা যায়, তাঁকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মাত্র ১ টাকা গ্রহণ করেছিলেন।

ওমঙ্গ কুমার পরিচালিত এবং সঞ্জয় লীলা বানসালির সহ-প্রযোজনায় তৈরি বায়োপিক মেরি কমে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও কোনো টাকা নেননি বলেই শোনা যায়।

সঞ্জয় দত্তের জীবনের রোলার কোস্টার রাইড উঠে এসেছিল সঞ্জু ছবিতে। মুখ্য চরিত্রে, অর্থাৎ পর্দায় সঞ্জয় বাবা হিসেবে দেখা যায় রণবীর কাপুরকে। 

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে এই ছবিখানা।  সঞ্জয়কে ছবির লাভের অংশ সহ ৯ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে জানা গিয়ছে।