Hindustan Times
Bangla

শ্রাবণ মাসকে হিন্দুশাস্ত্রমতে শিবের মাস বলে মনে করা হয়। 

এমন শুভ মাসে মনের আকাঙ্খা ইচ্ছা পূরণে, আর্থিক সমৃদ্ধি পেতে রয়েছে উপায়।

পরিবারে সুখ শান্তির জন্য, অসুস্থতা দবর করতে গঙ্গার জল অর্পণ করুন মহাদেবকে।

ধন সম্পত্তি প্রাপ্তিতে শ্রাবণ মাসে শিবলিঙ্গে দই অর্পণ করলে লাভ মেলে।

রোগ দূর করতে সিবলিঙ্গে দুর্বা ঘাস ও সুগন্ধি আতর অর্পণের কথা বলা হচ্ছে।

সাংসারিক সুখ পেতে শ্রাবণের সোমবার দেবতাকে আখের রস অর্পণ করতে পারেন। 

শিবলিঙ্গে চাল অর্পণ করলে মেলে কাঙ্খিত আর্থিক লাভ। ধনধান্য আসে সংসারে।