By Sritama Mitra
Published 5 Jul, 2023
Hindustan Times
Bangla
শ্রাবণ মাসে শিবের মাথায় বেলপাতা দিয়ে পুজো করা খুবই লাভদায়ক। তবে রয়েছে এই নিয়ম।
বলা হচ্ছে, যেকোনও দিন গাছ থেকে বেলপাতা তোলা ঠিক নয়।
চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী ও অমাবস্যায় বেলপাতা গাছ থেকে তোলা ঠিক নয়।
এছাড়াও তিথি অনুযায়ী সংক্রান্তি ও সোমবার বেলপাতা তোলা উচিত নয় গাছ থেকে।
যখন শিবকে অর্পণের জন্য বেলপাতা গাছ থেকে নেবেন তখন তা ডাল শুদ্ধ পাড়বেন না।
খেয়াল রাখতে হবে ছিঁড়ে যাওয়া বা কাটা বেলপাতা অর্পণ করা উচিত নয়।
পাতা তোলার সময় খেয়াল রাখতে হবে গাছের যেন কোনও ক্ষতি না হয়।