Hindustan Times
Bangla

শ্রাবণে বিশেষ কিছু উপায়ে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বহু বিপদ কেটে যায়। একনজরে দেখে নেওয়া যাক, মহাদেবকে কোন কী কী অর্পণ করে পুজো করলে কাটে বিপদ। আসে সৌভাগ্য।

বলা হয়, মহাদেবদে শ্রাবণের সোমবার শমী গাছের পাতা অর্পণ করে পুজো করলে জীবনে শান্তি আসে হয় মোক্ষলাভ।

সন্তান সুখ লাভ করতে ও পরিবারে শান্তি ধরে রাখতে ধুতরো ফুল দিয়ে পুজো করার কথা বলা হচ্ছে দেবাদিদেব মহাদেবকে। 

নতুন গাড়ি কেনার ইচ্ছা  থাকলে মহাদেবের পুজো করুন শ্রাবণ মাসে জুঁই ফুল দিয়ে। এতেই পূরণ হবে মনোবাঞ্ছা। 

দীর্ঘ জীবন লাভ করতে মহাদেবের আরাধনায় দুর্বা ঘাস অর্পণ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের তালিকায় রয়েছে বেলফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল। 

বলা হয় শ্রাবণের সোমবার শিবের পুজোর সময় এই সমস্ত ফুল অর্পণ করলে, তা খুবই সুখদায়ী ফলাফল নিয়ে আসে ভাগ্য়ে।