কুমিরের কান্না বলে খুব তো কথা শোনান লোককে! সত্যি কি কাঁদে এই প্রাণী?
অনেক সময়ই আমরা কাওকে টোন কাটতে কুম্ভীরাশ্রু বা কুমিরের কান্না কথাটা ব্যবহার করে থাকি। সাধারণত, কারও কান্নাকে মিথ্যে প্রমাণ করতেই এই কথাগুলো ব্যবহার করা হয়।
অর্থাৎ কুমিরের কান্না শুধুই দেখানোর জন্য! সত্যি কি তাই?
আপনাদের বলে রাখি, কুমির কাঁদে ঠিকই। কিন্তু তা কখনোই দুঃখে নয়। দেখা যায়, খাবার খাওয়ার সময় কুমিরের চোখ দিয়ে জল বের হয়।
এই সময় কুমিরের যে চোখের জল, তা কখনোই আবেগের বহিঃপ্রকাশ নয়। বরং, খাবার খাওয়ার প্রক্রিয়ারই একটা অংশ।
বিশেষজ্ঞরা জানান, এই সময় টিয়ার গ্রন্থি প্রসারিত হয় কুমিরদের। তাই চোখ দিয়ে জল পড়ে। ঘড়িয়ালের ক্ষেত্রেও এমনটা ঘটে।
মজার ব্যাপার হল কুমিরের চোখের এই জল মাছিরা পান করে। কারণ এই জলে থাকে প্রচুর পরিমাণে মিনারেল ও প্রোটিন।
আর এই কারণেই বলা হয়, কুমির মিথ্যে হৃদয় দিয়ে কাঁদে।