By
Published 28 Feb, 2025
Hindustan Times
Bangla
২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পালন করেছেন টলিপাড়ার বহু তারকাই।
মহা শিবরাত্রির দিন দিদি নম্বর ওয়ান-এর স্পেশাল পর্বে হাজির ছিলেন শ্রুতি দাস, সেখানেই শিবের মাথায় জল ঢালতে দেখা যায় শ্রুতিকে। e
তবে দিদি নম্বর ওয়ান-এর শিবরাত্রি স্পেশাল পর্বের শ্যুটিং হয়েছে আগেই, তবে এই বিশেষ দিনে শ্রুতি কি শিবপুজো করেছেন
শ্রুতি পুজো করেছেন কিনা জানা নেই, তবে বাড়িতে অভিনেত্রী তাঁর মায়ের শিবপুজোর ভিডিয়ো পোস্ট করেছেন।
যে ভিডিয়োতে শ্রুতির মা-কে শিবলিঙ্গে দুধ ঢেলে পুজো করতে দেখা যায়।
'মায়ের হাতে বাবার পুজো' ক্যাপশানে শিবরাত্রি পালনের ভিডিয়োটি পোস্ট করেছেন শ্রুতি দাস।
প্রথা ও সমস্ত নিয়ম কানন মেনেই পুজো করতে দেখা যায় শ্রুতির মাকে।
প্রসঙ্গত, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিয়ের পর অভিনেত্রী শ্রুতি দাসের এটা দ্বিতীয় শিবরাত্রি।
এদিকে টেলিপর্দায় ‘রাঙা বউ’ সিরিয়ালে শিবের কাছে মানত করে দন্ডি কেটেছিলেন শ্রুতি, হরহর মহাদেব ক্য়াপশানে সেই মুহূর্তটিও পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।
caco88