সরু লাল পাড়ের সাদা ঢাকাই জামদানি, রুপোর গয়নায় সাজ, বিয়ের দিন অপরূপা শ্রুতি
পরিণতি পেল দীর্ঘ দিনের সম্পর্ক। রবিবার পরিচালক প্রেমিক স্বর্ণেন্দু সামাদ্দারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলা টেলিভিশনের ‘রাঙা বউ’ শ্রুতি দাস।
দুই পরিবার, আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে আংটিবদল, মালাবদল, সিঁদুরদানের পর্ব সেরেছেন টেলি পাড়ার এই জুটি
দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবে বসেছিল শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের আসর।
বিয়েতে সাদা রঙে রং মিলান্তি বর-কনের। স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি। অন্য দিকে শ্রুতির পরনে সাদা ঢাকাই জামদানি।
রুপোর অলঙ্কারে সেজেছিলেন রাঙা বউ। বিয়ের লুক নিয়ে শ্রুতি হিন্দুস্তান টাইমসকে বলেছেন-'বহুরূপীর অভিষেকদা (রায়) আমার বিয়ের লুকটা তৈরি করেছে। আর সাজিয়েছে লোকনাথ'।
আরও জানিয়েছেন, 'আমি অভিষেকদার সঙ্গে বসে অনেক ভেবে চিন্তে এই লুকটা বেছেছি। আমি লেহেঙ্গা পরতে চাইনি। অন্যরকম কিছু চেয়েছিলাম'।
শ্রুতির কথায়, 'আমার থেকে পছন্দের রঙ জানতে চাওয়ায় বলেছিলাম, সাদার উপরই সাজটা রাখতে চাই। লক্ষ্য করলে দেখবে শাড়িটা সাদা ঢাকাই জামদানি, তার সঙ্গে সরু লাল পাড় রয়েছে'।
আরও বলেছেন, 'শাড়ির যে ভেলটা ছিল তাতেও লালের ছোঁয়া রয়েছে। আসলে বাড়ির লোক বলেছিল লালের একটু টাচ যেন থাকে। আর রুপোর গয়নাটা পুরোটাই অভিষেকদার ভাবনা।'
শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়