এভাবে গ্লিটার আইলাইনার পরুন, চমক থাকুক চোখের মেকআপে
গত বেশ কয়েক বছর ধকে মেকআপ ট্রেন্ডে রয়েছে গ্লিটার আইলাইনার। পার্টি লুকে গ্লিটার আইলাইনার সাজের কেন্দ্রবিন্দু।
পারফেক্ট পার্টি লুকের জন্য গ্লিটার আইলাইনার লাগানোর সঠিক নিয়ম রয়েছে। কী সেগুলি?
গ্লিটার আইলাইনার ব্যবহার করলে অবশ্যই মেকআপ রাখুন পরিচ্ছন্ন। ম্যাট এফেক্টের মেকআপ হলে লুক পারফেক্ট হবে।
আইব্রো সুন্দর করে শেপ করে নেবেন। ঠিক শেডের আইশ্যাডো বা আইব্রো পেন্সিল দিয়ে ভুরু শেপ করে নিন।
গ্লিটার আইলাইনারের জন্য অ্যাঙ্গলড ব্রাশ ব্যবহার করুন। তা হলে তেরছা ভাবে ক্যাটস আই করে নিতে পারবেন।
গ্লিটার আইলাইনার ওয়াটারপ্রুফ হলে ঘেঁটে যাওয়ার ভয় থাকে না। স্মাজ হয়ে গেলে গোটা সাজটাই নষ্ট!
গ্লিটার আইলাইনার ব্যবহার করলে মেকআপের অন্য কোথাও গ্লিটারি কিছু ব্যবহার না করাই ভালো। বিশেষ করে, গ্লিটার হাইলাইটার বা গ্লিটারি লিপকালার একদম বাদ দিন।
পোশাকের সঙ্গে বেমানান, এমন রং বাছবেন না গ্লিটার আইলাইনারে। পোশাকের সিকুইন বা এমবেলিশমেন্টের রঙের সঙ্গে মানিয়ে পরুন অথবা একই কালার ফ্যামিলি থেকে রং বেছে কনট্রাস্ট করুন।